মালেক সংসদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

মালেক সংসদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

ইবনে ফরহাদ তুরাগ: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মালেক সংসদের প্রতিষ্ঠাতা ও কুতুবপুর ইউনিয়নের যুবলীগ নেতা আব্দুল মালেক মুন্সির পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

গত রবিবার সামাজিক সেবামুলক সংগঠন মালেক সংসদের আয়োজনে কুতুবপুরের বিভিন্ন স্থানে যুব সমাজের আইকন আব্দুল মালেক মুন্সির উপস্থিতিতে দিনব্যাপী ব্যাপক আয়োজন ছিল।

উক্ত আয়োজনে বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের জন্য বিনম্র শ্রদ্ধা ও দোয়া চেয়ে মুন্সিবাগ দারুল কারার ইসলামিয়া আলিম মাদ্রাসা, দৌলতপুর, চিতাশাল, সহিদ নগর ইউনিট আওয়ামী লীগ অফিস, আদর্শনগর ইউনিট আওয়ামী লীগ অফিস, ওয়ায়েস করনী আদর্শনগর মানব সেবা অফিস, সহিদনগর আনন্দ ক্রীড়া সংস্থা সহ বেশ কয়েকটি স্থানে অসহায় গরীব ও দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়।

এ সময় শোক বার্তায় মালেক মুন্সি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকের এই দিনে সপরিবারে হত্যা করা হয় ইতিহাসের কোথাও এমন ঘটনা ঘটেনি। ছোট্ট শিশু শেখ রাসেল ও খাটের নিচে পালিয়ে বাঁচতে পারেনি থেকেও তাকেও তারা নিঃসংশ ভাবে হত্যা করে। আজকের এই দিনটি ইতিহাসের কলঙ্কময় একটি দিন। প্রতি বছরের এই দিনটিতে আমরা স্মরণ করি তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করি।

এ সময় উপস্থিতি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক হাজী দেলোয়ার হোসেন সুজন মাদবর, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ শেখ রাসেল শিশু ও কিশোর পরিষদ নারায়ণগঞ্জ সদর উপজেলা সাধারণ সম্পাদক, মোঃ রায়হান আহাম্মেদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কুতুবপুর ইউনিয়ন সভাপতি, আবির আহমেদ শুভ, সমাজসেবক হায়দার আলী ও মালেক সংসদ সদস্য হাজী রোমান, রুবেল শেখ সহ এলাকার যুব সমাজের লোকজন।

বিআলো/ইলিয়াস