যত্ন নিন সম্পর্কের ধরন বুঝে

যত্ন নিন সম্পর্কের ধরন বুঝে

নাজনীন সুলতানা রিমি: আমাদের সম্পর্কগুলো অনেকটা গাছের মতো। গাছের যেমন নিয়মিত পরিচর্যা, পানি, আলো, বাতাস, যত্নের প্রয়োজন হয়, ঠিক তেমনি ভাবে আমাদের সম্পর্কগুলোরও নিয়মিত যত্নের দরকার হয়। দরকার হয় আলো, বাতাস এবং আন্তরিক ভালবাসা।

সব গাছের পরিচর্যার ধরন এক নয়। কোনো কোনো গাছের প্রয়োজন হয় রোদের, আবার কোনো গাছ ছায়ায় বেড়ে ওঠে। কোনো গাছ বাইরে থাকে তো আবার কোনো গাছ ঘরের মাঝেই তাদের সৌন্দর্য মেলে ধরে। ঘরোয়া মায়াটুকুই যেনো সেসব গাছের বেশি প্রয়োজন, যাদেরকে আমরা ইনডোর প্লান্ট বলি। কোনো গাছ একটা ছোট পটারিতেই সন্তুষ্ট, শিকেয় ঝুলিয়ে রাখলেই যেনো সবচেয়ে ভালভাবে নিজেকে মেলে ধরতে পারে, আবার কিছু গাছের প্রয়োজন বেশ বড়সড় জায়গা। খোলামেলা পরিসরে যে গাছ মহিরুহ, পর্যাপ্ত জায়গার অভাবে সেই গাছই যেনো বনসাইয়ে পরিণত হয়।

কখনো বা আবার আমরা নিজেরাই নিজেদের মনের আনন্দে কিংবা খেয়ালের বশে একটি গাছের সঠিক বৃদ্ধিকে ব্যাহত করে তাকে জোর করেই বনসাইয়ে পরিণত করি। সে বনসাই ফুল ফল দেয়, তবে তা আসলে খাওয়ার যোগ্য হয় না। ভিন্ন ভিন্ন এই গাছের মতোই প্রতিটা সম্পর্কের যত্নের ধরনও আলাদা। প্রতিটা সম্পর্কের একটা নাম থাকে। আলাদা একটা আমেজ থাকে। একেকটা সম্পর্ক একেক রকম। যারা একে অপরের থেকে একেবারেই ভিন্ন।

যেমন বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, আবার সহকর্মী, সহপাঠী কিংবা প্রতিবেশীর সাথে সম্পর্ক!! ভালবাসার সম্পর্ক, ঘৃণার সম্পর্ক কখনো বা ঈর্ষার সম্পর্ক!! আছে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক। সেখানেও কিন্তু ভিন্ন ভিন্ন স্বাদ। শ্বশুর,শাশুড়ি, ননদ, দেবর, ভাসুর, জা, মুরুব্বি সম্পর্কের আরো অনেক অনেক সম্পর্ক।

নামের ভিন্নতার মতোই সম্পর্কের বন্ধন, আবেগ, অনুভূতি এবং গভীরতায় ভিন্নতা থাকে। ভিন্নতা থাকে মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়ার মধ্যে। ভিন্নতা থাকে চাওয়া পাওয়ার মধ্যে। ভিন্নতা থাকে আশা আকাঙ্খা এবং বাস্তবতার মধ্যে। তাই সম্পর্কের ভিন্নতা অনুযায়ীই তার যত্ন নেওয়া দরকার। সকল সম্পর্কের যত্ন যদি একইভাবে করতে যাই, তবে আসলে বিশাল এক ভজঘট লেগে যাবে। যে সম্পর্কে কড়া রোদের প্রয়োজন, সেখানে ছায়া দেওয়াটা অনেকটা মেঘের ঘনঘটাকে আমন্ত্রণ জানানোর মতো। আবার যে সম্পর্কের খোরাক জৈব সার, সেখানে রাসায়নিক সারের ব্যাবহার সম্পর্ককে নাজুক করে তোলে। যে সম্পর্কে প্রয়োজন বুক ভরে শ্বাস নেওয়ার মতো প্রচুর জায়গার, মুক্তির, সেখানে তাকে ছোট একটা পটারিতে রেখে শিকেয় তুলে মাটির ব্যবধানে রেখে সিলিঙের বন্ধনে ঝুলিয়ে রাখলে, কিংবা আলো রোদ বাতাসে রেখে দিলেও তা বনসাই হয়ে যায়। ফলাফল?!

আপনি গর্ব ভরে বলতে পারবেন, আপনার ঘরেই বটগাছ আছে। আছে আম, জাম, লিচু, কমলার গাছও। তবে আফসোস, সে বটের ছায়া আপনার ভাগ্যে জুটবে না। সেই বনসাইয়ের ছোট ছোট আম, জাম, লিচু, কমলা আপনার পেট ভরতে পারবে না। পারবে না আপনার রসনার তৃপ্তি দিতে। সুতরাং প্রতিটা সম্পর্ককে তার ধরন অনুযায়ী যত্ন করুন। একটার সাথে আরেকটাকে গুলিয়ে ফেলবেন না। এমনকি তুলনাও করবেন না। ভুলেও না। তুলনা কেবল হীনন্মন্যতা আর দূরত্ব বাড়ায়।

যে যেভাবে আছে, যেমন আছে, তেমনভাবেই ভালবাসতে শিখুন, শ্রদ্ধা করতে শিখুন। দেখবেন, শ্রদ্ধা, ভালবাসা, সম্পর্কের ধরন বুঝে তার যত্ন আপনার মনে এতোটা প্রশান্তি এনে দেবে যে ,জীবনকে নতুনভাবে উপভোগ করতে পারবেন। একেবারেই নিজের মনের মতো করে, নির্মল আন্দের সাথে।

আপনার সঙ্গে জড়িত আপনার প্রতিটা সম্পর্কের রসায়ন কেবল আপনাকেই নয়, আপনার চারপাশে ঘিরে থাকা মানুষগুলোকেও আনন্দ দেবে, নতুন ভাবে নতুন করে স্বপ্ন দেখতে শেখাবে, নতুন উদ্যমে আরো একটাবার সম্পর্ক নিয়ে ভাবতে বাধ্য করবে।

বিআলো/ইলিয়াস