যানজট ও গরমে নাকাল রাজধানীবাসী

যানজট ও গরমে নাকাল রাজধানীবাসী

নিজস্ব প্রতিবেদক: তীব্র গরম ও অসহনীয় যানজটে গতকাল মঙ্গলবার দিনভর অতিষ্ঠ ছিল রাজধানী ঢাকাবাসী। রাজধানীর বিভিন্ন স্থানে আজ (মঙ্গলবার) সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগে থাকে। তীব্র গরম ও যানজটে নগরজীবনে হাঁসফাঁস অবস্থার সৃষ্টি হয়।

মহানগরীর মতিঝিল, পুরান ঢাকা, পল্টন, কারওয়ান বাজার, মহাখালী, গুলশান, মিরপুর, উত্তরা, বাড্ডাসহ অনেক এলাকার সড়কে ভয়াবহ যানজট হয়।

রমজান মাস হওয়ায় সন্ধ্যায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের ইফতার অনুষ্ঠান ছিল। বাসা বা কর্মস্থল থেকে তিন থেকে চার ঘণ্টা আগে রওয়ানা হয়েও মানুষ নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেনি। সড়কে গাড়িতে বসে পানি বা দোকানপাট থেকে ইফতারসামগ্রী কিনে তারা ইফতার করেন।

গুলশান থেকে যারা ফামগেট যাবেন তারা বাসে বিকেল সোয়া তিনটায় উঠে ফার্মগেট পৌঁছাতে বাজে সাড়ে ৬টা। সঙ্গে পানি ছিল পথে পানি দিয়েই ইফতার সেরেছে অনেকে। কুড়িল থেকে শুরু করে উত্তর বাড্ডা, লিংক রোড, মধ্য বাড্ডা, মেরুল, রামপুরা ব্রিজ, রামপুরা বাজার-সর্বত্রই ব্যাপক যানজট। যারা হেঁটে চলেছেন, তারা গাড়ির আগে যেতে পেরেছেন। এমন চিত্র ছিল রাজধানীর প্রায় প্রত্যেকটি সড়কে।

মিরপুর ১০, ১১, ১২ নম্বরসহ আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মিরপুর ১০ নম্বর থেকে আসা বিভিন্ন পরিবহন পূরবীর (সাড়ে এগারো) সামনে এসে আটকা পড়ে। এরপর ওই সব পরিবহন মিরপুর ৭ নম্বর (গলির সড়ক) দিয়ে প্রবেশ করলে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকতে হয়।

বিশেষ করে গুলশান, বাড্ডা ও উত্তরাগামী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। অনেকে হেঁটে গন্তব্যে পৌঁছান।

বিআলো/শিলি