লিটনের ঝড়ো সেঞ্চুরিতে টাইগারদের রানের পাহাড়

লিটনের ঝড়ো সেঞ্চুরিতে টাইগারদের রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লিটন দাশের ঝড়ো সেঞ্চুরির ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে ৩২১রান সংগ্রহ করেছে টাইগাররা।রবিবার (১ মার্চ) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।


তার সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। উড়ন্ত সূচনা এনে দেন তারা। ওপেনিংয়ে ৬০ রান তোলেন এ জুটি। ব্যক্তিগত ২৪ রানে উইসলি মাধেভেরের এলবিডব্লিউ হয়ে ফেরেন তামিম।


তবে শুরু থেকেই স্বচ্ছন্দে ছিলেন লিটন দাস। ছন্দময় ব্যাট করেন তিনি। ব্যাটে ছোটান স্ট্রোকের ফুলঝুরি। পথিমধ্যে ফিফটি তুলে নেন ডানহাতি ব্যাটসম্যান। সেই যাত্রায় তাকে যোগ্য সঙ্গ দেন নাজমুল হোসেন শান্ত। ক্রিজে নামার পর থেকেই জিম্বাবুয়ে বোলারদের শাসান তিনি। তেড়েফুড়ে খেলেন বাঁহাতি ব্যাটসম্যান।


কিন্তু আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়ে এলবিডব্লিউ হয়ে ফেরেন শান্ত। তবে আস্থার সঙ্গে খেলে যান লিটন। ব্যাটে ছোটান রানের ফোয়ারা। ধীরে ধীরে সেঞ্চুরির পথে এগিয়ে যান তিনি। স্বাভাবিকভাবেই তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন উইকেটকিপার-ব্যাটসম্যান। এটি তার ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় শতক। তিন অংক ছোঁয়ার পথে লিটনের ব্যাট থেকে আসে ১০ চার ও ১ ছক্কা।


এসময়ে তার সঙ্গে জোট বাঁধেন মুশফিকুর রহিম। দারুণ খেলেন তারা। তাতে দ্রুত ঘোরে বাংলাদেশের রানের চাকা। বড় স্কোরের পথে এগিয়ে যেতে থাকেন লাল-সবুজ জার্সিধারীরা। তবে হঠাৎ ছন্দপতন। লিটনের সেঞ্চুরির পরই বিদায় নেন মুশফিক। ডোনাল্ড তিরিপানোর শিকার হওয়ার আগে তিনি করেন ১৯ রান।


এদি আগ্রাসী ছিলেন আরেক টাইগার মাহমুদউল্লাহ রিয়াদ।ব্যাটিংয়ে নেমেই ঝড় তুলেন তিনি। তাকে যথার্থ সমর্থন দেন মোহাম্মদ মিঠুন। কিন্তু অতি আগ্রাসী হতে গিয়েই সর্বনাশ। ক্রিস এমপফুর এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিনিশ হন মাহমুদউল্লাহ। ফেরার আগে ২৮ বলে ২ চার ও ১ ছক্কায় ৩২ রানের ক্যামিও খেলেন তিনি।


কম যান না মোহাম্মদ মিথুন এবং সাইফু্দ্দিনও। ৪১ বলে ৫০ রান করেছেন মিথুন এবং ১৫ বলে ২৮ রান করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। সর্বশেষ ৬ উইকেট হারিয়ে ৩২১ রান করেছে টাইগাররা।