লালমনিরহাটে বিধবা মায়ের ধান কেটে দিলো ছাত্রলীগ

লালমনিরহাটে বিধবা মায়ের ধান কেটে দিলো ছাত্রলীগ

সজিব আলম, লালমনিরহাট প্রতিনিধি: করোনা মহামারি ঠেকাতে ‘লকডাউন’ পরিস্থিতিতে শ্রমিক না পেয়ে বিপাকে পড়া এক বিধবা মায়ের ধান কেটে দিয়েছে লালমনিরহাট জেলা ছাত্রলীগ।  

শুক্রবার (১৪ মে) ঈদের দিন সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের পোড়া বটের তল গ্রামের এক অসহায় বিধবা মা বিউটি বেগমের এক বিঘা জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করের  নেতৃত্বে এই বিধবা মায়ের ধান কাটার আয়োজন করা হয়।

ধান কাটায় অংশ নেন, জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্কর, সহ-সভাপতি  হৃদয় হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, যুগ্ম  সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রাকিব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মমিন, সাংগঠনিক সসম্পাদক জুয়েল ইসলাম, ছাত্রলীগ নেতা নীরব হোসেন, তারিফ ইসলামসহ ছাত্রলীগের বিভিন্ন নেতা-কর্মীরা।

জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্কর বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে মহেন্দ্রনগর ইউনিয়নের পোড়াবটেরতল গ্রামের অসহায় এক বিধবা মা ধান কাটার শ্রমিক না পেয়ে চরম বিপাকে পড়েছিলেন । খবর পাওয়া মাত্র জেলা ছাত্রলীগের উদ্যোগে ওই বিধবা মায়ের ধান কেটে দেয়া হয়েছে।

এদিকে ঈদের দিনে  ছাত্রলীগের ধান কাটার খবর মুহুর্তে  চারিদিকে ছড়িয়ে পড়লে সুশীল সমাজের মানুষদের কাছে প্রশংসায় ভাসছে জেলা ছাত্রলীগ।

বিআলো/ইসরাত