শেকড়ের টানে মতলবের কৃষকদের পাশে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ

শেকড়ের টানে মতলবের কৃষকদের পাশে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ

মো. আশরাফুল জাহান শাওলিন, মতলব দক্ষিণ, চাঁদপুর : চাঁদপুরের মতলবে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান। 

১০ মে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দশপাড়া ভাঙারপার গ্রামের একাধিক কৃষকের পাকা ধান কেটে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এর আগেও চর লক্ষীপুরের কয়েকজন কৃষকের ধান কেটে দিয়েছিল ছাত্রলীগ নেতাকর্মীরা।

গ্রামের পরিবারগুলোর অধিকাংশই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। অন‌্যদিকে এখন ঝড়-বন‌্যার পূর্বাভাসও রয়েছে। দেশে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে শ্রমিকের সংকট থাকায় ধান কাটতে বেশ সমস্যায় পড়ে যান কৃষকেরা।

কৃষকদের সমস্যার খবর পেয়ে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা দশপাড়া ভাঙারপার এলাকার একাধিক কৃষকদের জমির পাকা ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন। পরে নেতা-কর্মীরা রবিবার সকাল আটটায় একত্র হয়ে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেন।

ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের সভাপতি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতা-কর্মীদের কৃষকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে নিজ এলাকার কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছি আমরা।’ তিনি জানান, দশপাড়া ভাঙারপার এলাকার কয়েকজন কৃষকের জমির ধান কেটে তাঁর ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব‌্যাহত থাকবে।