শিক্ষকদের রাজনীতি বন্ধ করতে হবে : হানিফ

শিক্ষকদের রাজনীতি বন্ধ করতে হবে : হানিফ

মৌলভীবাজার (সিলেট) প্রতিনিধি: ছাত্র রাজনীতি নয়, শিক্ষকদের পেশাজীবী রাজনীতি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। 

রবিবার দুপুরে মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলায় পুরাতন বাজার এলাকায় আওয়ামী লীগ সম্মেলনে এসব কথা বলেন মাহবুব-উল আলম হানিফ। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ। শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আছকির মিয়ার সভাপত্বিতে সম্মেলনে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, অধ্যাপক রফিকুর রহমান প্রমুখ।

‘শিক্ষকরা রাজনীতি করার কারণে ছাত্রদের কাছে সম্মানের জায়গা হারিয়ে ফেলেছেন’, বলেন হানিফ। এছাড়া শিক্ষকদের দলীয় লেজুড়বৃত্তি রাজনীতি পরিহার করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য মুক্তিযোদ্ধে অংশ নিয়েছিল, তারেক জিয়াই বলেছিল ছাত্রশিবির ও ছাত্রদল এক। শুধু তাই নয় বিএনপি-জামায়াত ও তার অঙ্গসংগঠন পাকিস্তানের দোসর তারা স্বাধীনতার পক্ষের লোক বলতে পারে না।