শ্রীনগরে ফাইভ মার্ডারের আসামি ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যু

শ্রীনগরে ফাইভ মার্ডারের আসামি ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যু

নাজমুল খান সুজন, শ্রীনগর (মুন্সীগঞ্জ): শ্রীনগর উপজেলার বাঘড়ায় আলোচিত ফাইভ মার্ডারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হাসিম হাওলাদর (৭০) ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যু হয়েছে। শনিবার (২২ মে) রাতে তার মৃত্যু হয়। 

খোজ নিয়ে জানাযায়, ইংরেজি গত ২০০১ সালে বাঘড়ার সাবেক ইউপি চেয়ারম্যান মনোয়ার আলীসহ ৫ জন নিহতের ঘটনা ঘটে। ওই মামলায় বাঘড়া ইউনিয়নের মৃত জাবেদ আলী হাওলাদারের ছেলে হাসিম হাওলাদার আসামী ছিলেন। ইংরেজি গত ২০০৩ সালে পুলিশ তাকে  গ্রেপ্তার করে। নিম্ম আদালত ও হাইকোর্ট তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করে। হাসিম হাওলাদারের পরিবারের পক্ষ থেকে সুপ্রিমকোর্টে আপিল করলে, কোর্ট হাসিম হাওলাদরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। 

উল্লেখ যে, ইতিপূর্বে ফাইভমার্ডারের প্রধান আসামী বাঘড়ার সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।  


বিআলো/ইসরাত