সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সিএমপি

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সিএমপি

সুমন সরদার: সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের ইচ্ছার বাস্তবায়নে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উদ্যোগে আয়োজন করা হয়েছে -খুশির ঝুড়ি হাতে, চলি পুলিশের সঙ্গে’।

অবহেলিত পিতৃ-মাতৃহীন শিশুরা জীবনের নানা অপূর্ণতার মধ্য দিয়ে বেড়ে ওঠে। তাদেরও ইচ্ছা হয় আপনার বা আমাদের সন্তানদের মতো বাবা-মায়ের হাত ধরে সুপারশপে প্রবেশ করে পছন্দের জিনিস কিনতে। কিন্তু বাস্তবতার কষাঘাতে পিতা-মাতার অনুপস্থিতিতে দারিদ্র্যের ছোবলে এমন ইচ্ছা কল্পনাতেই সীমাবদ্ধ রয়ে যায।

মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ইতিমধ্যে সমাজের সকল শ্রেণির মানুষের মাঝে সম্পর্কের সেতুবন্ধন তৈরি করেছে।

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি  ফোটাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) এর সার্বিক ব্যবস্থাপনায় ২৩ ডিসেম্বর  সকাল ১১ টায় নগরীর গোলপাহাড় মোড়ে অনাড়ম্বর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরীর ইলমুল কোরান একাডেমি,  প্রবর্তক সংঘ অনাথ আশ্রম, টাইগার পাস বসতি, বকুল তলা বসতিতে বসবাস করা ৬০ জন শিশু।

এ সময় পুলিশ কমিশনারের হাত ধরে এই সুবিধাবঞ্চিত শিশুরা গোল পাহাড় মোড়ে অবস্থিত স্বপ্ন সুপার শপে প্রবেশ করে এবং তাদের পছন্দের জিনিস সমূহ ক্রয় করে নিজ নিজ বাসায় ফিরে যায়। চট্টগ্রাম উত্তর বিভাগে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যগণ নিজ বেতন হতে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে সুবিধাবঞ্চিত এসকল শিশুদের অপূর্ণ ইচ্ছা বাস্তবায়নে সহায়তা করছে।

এছাড়াও এই উদ্যোগে সহযোগী হিসেবে আছে সুপার শপ স্বপ্ন, স্বনামধন্য রেস্টুরেন্ট বারকোড এবং সেবাধর্মী প্রতিষ্ঠান যাত্রী ছাউনী।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন)  এস এম মোস্তাক আহমদ খান, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)  শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

বিআলো/শিলি