সাম্প্রদায়িক হামলা: পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান বিজেপির

সাম্প্রদায়িক হামলা: পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান বিজেপির

আন্তর্জাতিক ডেস্ক:  দেশে সাম্প্রদায়িক হামলা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজেপি নেতারা। সোমবার এ বিষয়ে পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানান পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা ও বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী।  এসময় তারা বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসানের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

এদিকে সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গে প্রতিবাদ মিছিল বের করে বিজেপি। মিছিলটি নিয়ে তারা পশ্চিমবঙ্গের কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত যায়। এসময় পূজাণ্ডপে ভাঙচুর ও হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি করেন তারা।

মঙ্গলবার সাম্প্রদায়িক হামলা বিরুদ্ধে পশ্চিমবঙ্গে প্রতিবাদ সমাবেশ করে বিজেপির নেতাকর্মীরা। 

পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ। সাম্প্রদায়িক হামলায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। জেলেপল্লীর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেখানে আর কোনো সংখ্যালঘুর যেন প্রাণ না যায় তা নিয়ে কথা বলেছি বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে। আশাকরি উনি আমার কথা সঠিক জায়গায় পৌঁছে দেবেন।

বিজেপির বিধায়ক আরও বলেন, যদি বাংলাদেশের হিংসা বন্ধ না হয়, তাহলে হিলি আর পেট্রোপোলে গিয়ে আমরা কর্মসূচি নিব পররাষ্ট্রনীতিকে সম্মান জানিয়ে বলছি, আমরা চাই বাংলাদেশ এ বিষয়ে আরও কড়া হোক।  

বিআলো/শিলি