হাজী মুসলিম খাঁন স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশনের ঊদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

হাজী মুসলিম খাঁন স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশনের ঊদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নাসির উদ্দীন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর হাইওয়ে থানা সংলগ্ন আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে অসহায় দুস্থ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে সারাদেশে অদৃশ্য করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের মহামারিতে মরহুম হাজী মুসলিম খাঁন স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে লকডাউনের সময় অসহায় গরীব দুঃখী কর্মহীন ঘরবন্দী পরিবার চেঈাইন, ও কাঁচপুর এলাকার ৩শ'পরিবারের মাঝে চাউল, ডাল, তেল, পিয়াচ, আলু এসব খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির আহ্বায়ক এড.সামসুল ইসলাম ভুঁইয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত শহীদ মো.বাদল। সার্বিক ব্যবস্হাপনায় কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো.মাহবুব খাঁন।

সার্বিক তত্বাবধানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মো.নুরে আলম খাঁন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম লিটন, কাঁচপুর শিল্পাঅঞ্চল শ্রমিকলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান, কাঁচপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুব পারভেজ, কাঁচপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.হাসান খান, বারদী ইউনিয়ন আঃলীগের আহ্বায়ক মো.নজরুল ইসলাম,কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, সহিদুজ্জামান সহিন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো.তারেক মাহমুদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.নাসির উদ্দিন, আওয়ামীলীগ নেতা মো.রাজিব হোসাইন, জহিরুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথি এড.আবু হাসনাত শহীদ বাদল বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ করোনা কালীন সময়ে বৃওবানদের কে অসহায় কর্মহীন পরিবারের পাশে সাহায্য সহোযোগিতা নিয়ে এগিয়ে আশার আহ্বান জানিয়েছেন। পরে কাঁচপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হাজী মুসলিম খাঁনের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এরকম সেবামূলক উদ্যোগের জন্যে ধন্যবাদ জানান। আয়োজনে ছিলেন হাজী মুসলিম খাঁন স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশন।

বিআলো/শিলি